বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এ্যসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. মো. মোখলেছুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার।
২০১৬ সালের ৪ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। ডা. মেখলেছুর রহমানের মৃত্যুবার্ষীকিতে নগরীর চকবাজার এবয়দুল্লাহ জামে মসজিদের ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।
ডা. মোখলেছুর রহমান ১৯৩৪ সালে পটুয়াখালী বাউফলের কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন মরহুম মোয়াজ্জেম হোসেন। মুক্তিযুদ্ধেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।
২০১১ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০১৬ সালে ৪ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা পরিষদের প্রশাসক ও ২০০৩ সালের ৩ ফেব্রুয়ারী থেকে ২০১২ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এরআগে তিনি ১৯৯৭ সালে গঠিত বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন।
এছাড়া তিনি জেলা বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের (বিএমএ) বরিশাল শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
দোয়া মোনাজাতে আংশগ্রহনের জন্য সকলকে অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার।